প্রস্তুতি ম্যাচে মাত্র ৫ বল করেই মাঠ ছাড়লেন মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া July 15, 2021 603
প্রস্তুতি ম্যাচে মাত্র ৫ বল করেই মাঠ ছাড়লেন মোস্তাফিজ

বর্তমান সময়ে বাংলাদেশের নাম্বার ওয়ান পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। একথা সবারই জানা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে স্কোয়াডে না থাকলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নাম্বার চয়েস সাতক্ষীরার এই পেসার। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল।


কিন্তু ম্যাচে একটি ধাক্কা খেয়েছে টিম টাইগার। নিজেরদের বোলিং ইনিংসের শুরু করতে এসে মাত্র ৫ বল করে ইনজুরিতে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা মোস্তাফিজ প্রথম ৫ বল করেই অস্বস্তি বোধ করতে থাকেন। ওই ৫ বলে ৫ রান দিয়ে উইকেটশূন্য কাটার মাস্টার পরে পা খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।


পরে জানা যায় ডান পায়ের গোড়ালিতে টান লাগায় মাঠ ছেড়েছেন কাটার-মাস্টার। আর ফিরে আসেননি মাঠে। এদিকে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি মুঠোফোন জানিয়েছেন, ‘ব্যাথা তেমন গুরুতর নয়। যাতে ব্যাথা না বাড়ে, তাই কোচ তাকে তুলে নিয়েছেন।’


উল্লেখ্য, আগামী ১৬ জুলাইয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।.


সূত্রঃ স্পোর্টসজোন২৪