পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া July 14, 2021 1,298
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পরভপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে করোনার হানায় সেল্ফ আইসোলেশনে যাওয়া ৮ ক্রিকেটারসহ নেতৃত্বে ফিরেছেন ইয়ন মরগ্যান।


তবে নিয়মিত দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া বেন স্টোকসের জাগা হয়নি এই দলে। ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ ও লুইস গ্রেগরি। তারাও ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তিন ক্রিকেটারসহ ৭ জনের করোনা হওয়ায় নিয়মিত দলের ১৬ ক্রিকেটারের প্রত্যেকে আইসোলেশনে যান। তাতে ১৮ জনের পুনঃসংশোধিত দল ঘোষণা করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। বেন স্টোকসের নেতৃত্বে এই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।


পায়ের চোটে শ্রীলঙ্কা সিরিজে অনুপস্থিত ইংল্যান্ডের সহঅধিনায়ক জস বাটলার ফিরেছেন। আগামী ১৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


ইংল্যান্ড টি-টোয়েন্টি দল:

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪