জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ সাপ্তাহিক র্র্যাংকিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন ৪৪ নাম্বারে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৯৫ রান করে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন লিটন দাস।
১৫ ধাপ এগিয়ে ৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে ৫৫ নম্বরে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়াও ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ তম স্থানে মুশফিকুর রহিম, ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে রয়েছেন তামিম ইকবাল।
ব্যাটিং র্র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ৯ উইকেট নিয়ে ৬ ধাপ উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। ৬১০ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ২৪ তম স্থানে রয়েছেন তিনি।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট