স্বাগতিক ইংল্যান্ডের মাটিতে তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে নানা সমালোচনার মধ্যে পড়তে হয়েছে পাক অধিনায়ক বাবর আজমকে। ব্যাট হাতে নিজেও ব্যর্থ ছিলেন প্রথম দুই ম্যাচ। তবে তৃতীয় ম্যাচে যেন স্বরুপে বাবার আজম, হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি।
বার্মিংহামে আজ টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ৭২ বলে ফিফটি পুরন করা বাবর পরের ৫০ রান করেন মাত্র ৩২ বলে। আর এই সেঞ্চুরি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি।
ক্যারিয়ারের এই ১৪তম ওয়ানডে শতক হাঁকাতে বাবর খেললেন মাত্র ৮১ ম্যাচে। যা কিনা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম ইনিংস খেলে ১৪ সেঞ্চুরি হাঁকানো।
এই রেকর্ড আগে ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। আমলা ৮৪ ইনিংসে ১৪তম সেঞ্চুরি হাকান। আমলার পরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ভারতের বিরাট কোহলি। ওয়ার্নার ৯৮ ও কোহলি ১০৩ ইনিংসে এই কীর্তি গড়েন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪