জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া July 11, 2021 1,018
জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করলো টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৫৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)


জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)


বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২৮৪/১ (৬৭.৪ ওভার) (সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*)


জিম্বাবুয়ে (দ্বিতীয় ইনিংস): ২৫৬/১০ (৯৪.৪ ওভার) (টেলর ৯২, মেয়ার্স ২৭, তিরিপানো ৫২, মুজারাবানি ৩০*; মিরাজ ৪/৬৬, তাসকিন ৪/৮২)।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি/ বাংলাওয়াশ ক্রিকেট