তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া June 29, 2021 1,272
তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে উইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যেই। যেখানে ১-১ সমতা বিরাজ করছে। এবার তৃতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় দুই দল। তবে এর আগে সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।


কিন্তু, সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি ম্যাচটির জন্য। ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদেরকে নিয়ে গড়া পূর্বের স্কোয়াডের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট। যার কারণে অপরিবর্তিতই থেকে গেছে কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডটি।


আজ রাত ১২টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক উইন্ডিজ। এরপর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ ও ৩ জুলাই রাতে। এই দুই ম্যাচের জন্য পরবর্তীতে ঘোষণা করা হবে স্কোয়াড। এর আগে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ২-০’তে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে স্বাগতিকদের।


তৃতীয় ম্যাচের জন্য উইন্ডিজের ১৩ সদস্যের অপরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, জেসন হোল্ডার, ওবে ম্যাককয় এবং কেভিন সিনক্লেয়ার।


সূত্রঃ এসএনপি স্পোর্টস