লুইস ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো উইন্ডিজ

ক্রিকেট দুনিয়া June 27, 2021 924
লুইস ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো উইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি- টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করলো ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ঝড়ে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬১ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভারেই টপকে গেল দলটা। ৮ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো ক্যারিবীয়দের।


শনিবার (২৬ জুন) রাতে গ্রেনাদার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। নির্ধারিত ওভারে প্রোটিয়ারা ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। সেটা রাসি ফন ডার ডুসেনের সৌজন্যে। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন তিনি।


এছাড়া কুইন্টন ডি কক ২৪ বলে ৩৭ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ বলে ২২ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন ফাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো।


জবাব দিতে নেমে লুইস তাণ্ডব শুরু করেন। তাতে মাত্র ৪ ওভারেই দলীয় ৫০ রান পেয়ে যায় উইন্ডিজ। লুইস ২২ বলে ফিফটি পূরণ করেন। আন্দ্রে ফ্লোচারের সঙ্গে ৭ ওভারেই যোগ করেন ৮৫ রান।


ফ্লেচার ১৯ বলে ৩০ রান করে রান আউট হন। ১২তম ওভারে লুইস যখন ফেরেন, ক্যারিবীয়দের দলীয় রান তখন ১২৪। তাবরাইজ সামসির শিকার হওয়ার আগে ৩৫ বলে ৭১ রান করেন লুইস। হাঁকান ৭টি ছক্কা ও ৪টি চার।


পরে ক্রিস গেইলের ২৪ বলে অপরাজিত ৩২ ও আন্দ্রে রাসেলের ১২ বলে অপরাজিত ২৩ রানে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন লুইস, এদিন যার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার পূরণ হয়েছে তার। – ক্রিকইনফো/ আমাদের সময়