টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি

ক্রিকেট দুনিয়া June 26, 2021 2,834
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি

করোনার কারণে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আইপিএলের এবারের আসরও এখনো শেষ করতে পারেনি। আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। যেটা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এটা শেষ হওয়ার পর পরই ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড আরব আমিরাত ও ওমানে হবে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো— বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার-১২ এ অংশ নিবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অনেক সহজ প্রতিপক্ষ পেয়েছে টাইগাররা। সেখানে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে গ্রুপে আরো রয়েছে দেরেলমেন্ট স্কটল্যান্ড এবং নামিবিয়া। এই তিন দলের সাথে এর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।


টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ায় বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি নামিবিয়ার বিপক্ষে হতে পারে ১৮ অক্টোবর। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ২০ অক্টোবর। শেষ ম্যাচটি বাংলাদেশের স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ২২ অক্টোবর।


সুপার-১২ এ মোট ৩০টি ম্যাচ হবে। যেটা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে সুপার-১২। ভেন্যুগুলো হলো— দুবাই, আবুধাবি ও শারজাহ। ভেন্যুগুলোতে গ্রুপর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট