বৃহস্পতিবার পর্দা নেমেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ৬ষ্ঠ আসরের। ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে মুলতান সুলতান্স। মুলতানের প্রথমবার শিরোপা জেতার টুর্নামেন্টে পারফর্ম করা ক্রিকেটাররা ঠাই পেয়েছেন পিএসএল ৬- টিম অব দ্য টুর্নামেন্টে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে টিম অব দ্য টুর্নামেন্ট। একাদশে সর্বোচ্চ ৩ টি করে ক্রিকেটার আছে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের। লাহোর কালান্দার্স ও রানার আপ পেশোয়ার জালমি থেকে আছেন ২ জন করে। গেলবারের চ্যাম্পিয়ন করাচি কিংস থেকে আছেন কেবল ১ জন।
টুর্নামেন্ট সেরা দল নির্বাচন করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকারের এক প্যানেল। প্যানেলে ছিলেন ডেভিড গাওয়ার, পমি এমবাঙ্গুয়া, রমিজ রাজা ও সানা মির। এই প্যানেলের চেয়ারম্যান ছিলেন নাদিম খান।
হযরতউল্লাহ জাজাই (পেশোয়ার জালমি, ৫ ম্যাচে ২১২ রান), বাবর আজম (করাচি কিংস, ১১ ম্যাচে ৫৫৪ রান), কলিন মুনরো (ইসলামাবাদ ইউনাইটেড, ৭ ম্যাচে ২৮৫ রান), শোয়েব মাকসুদ (মুলতান সুলতান্স, ১২ ম্যাচে ৪২৮ রান), মোহাম্মদ রিজওয়ান- অধিনায়ক ও উইকেটরক্ষক (মুলতান সুলতান্স, ১২ ম্যাচে ৫০০ রান, ২০ ডিসমিসাল), আসিফ আলি (ইসলামাবাদ ইউনাইটেড, ১২ ম্যাচে ২২৪ রান), ওয়াহাব রিয়াজ (পেশোয়ার জালমি, ১২ ম্যাচে ১৮ উইকেট), রাশিদ খান (লাহোর কালান্দার্স, ৮ ম্যাচে ১১ উইকেট), হাসান আলি (ইসলামাবাদ ইউনাইটেড, ১০ ম্যাচে ১৩ উইকেট), শাহীন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স, ১০ ম্যাচে ১৬ উইকেট), শাহনেওয়াজ ধানি (মুলতান সুলতান্স, ১১ ম্যাচে ২০ উইকেট)।
দ্বাদশ ক্রিকেটারঃ জেমস ফকনার (লাহোর কালান্দার্স)।
সূত্রঃ ক্রিকেট৯৭