বাংলাদেশে না আসার জন্য ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের শাস্তি চান ওয়ার্ন

ক্রিকেট দুনিয়া June 25, 2021 1,098
বাংলাদেশে না আসার জন্য ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের শাস্তি চান ওয়ার্ন

আসন্নই অস্ট্রেলিয়া দলের উইন্ডিজ ও বাংলাদেশ সফর। এই দুই সিরিজের জন্য দিন কয়েক আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলে নেই একাধিক তারকা। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, কেইন রিচার্ডসন, ঝাই রিচার্ডসনরা নাম প্রত্যাহার করে নিয়েছেন।


এর মধ্যে ইনজুরি সমস্যা রয়েছে স্মিথের, আর কামিন্স নাম প্রত্যাহার করেছেন সন্তানসম্ভাবা বাগদত্তার পাশে থাকতে। তবে বাকিরা ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছেন। ভিন্ন অজুহাত দেখালেও, মূল কারণ তাদের একটাই। আইপিএলের স্থগিত আসর অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে। সেখানে খেলার জন্যই বিশ্রামের কথা বলে নাম সরিয়ে রেখেছেন আগে-ভাগে।


অজিদের সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ কিছুদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন যে, এই দুই সফর থেকে নাম প্রত্যাহার করায় অবাক হয়েছেন তিনি। একইসাথে জানিয়েছেন আইপিএল খেলার জন্য ঠিকই এমন কারণ দেখাবেন এসকল ক্রিকেটাররা, যা অগ্রাহ্য করতে পারবে না কেউই।


এবার তোপ দাগলেন শেন ওয়ার্ন। অজিদের এই কিংবদন্তী লেগস্পিনারের মতে শাস্তি হওয়া উচিত নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের। দেশের খেলাকেই আগে প্রাধান্য দিতে বলেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।


সাবেক অজি কিংবদন্তী ওয়ার্ন বলেন, ‘যদি তারা অর্থ আয় করতে চায়, তাহলে সেটা চমৎকার। তারা অর্থ নিতে পারে। কিন্তু আপনি যদি দেশের জন্য ক্রিকেট খেলতে চান, অথচ দেশের খেলা ফেলে আইপিএলকে প্রাধান্য দেন, তবে সেটার জন্য আপনার শাস্তি হওয়া উচিত।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস