এক টেস্ট, তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা। এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২২ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে সূচি প্রকাশ করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আগামী ২৯ জুন ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৭ জুলাই সাদা পোশাকে মাঠে নামবে সফরকারীরা। তার আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।
১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সুপার লিগে ম্যাচ তিনটি খেলার আগে ১৪ জুলাই ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
• বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
ওয়ানডেতে সিরিজ:-
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
টি-টোয়েন্টি সিরিজ:-
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪