এবার আম্পায়ারের উপর চড়াও হলেন মাহমুদউল্লাহ!

ক্রিকেট দুনিয়া June 21, 2021 1,117
এবার আম্পায়ারের উপর চড়াও হলেন মাহমুদউল্লাহ!

১৯তম ওভারের তৃতীয় বল। ওয়াইড লাইনে ইয়র্কর করেছিলেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ওয়াইড লাইন বরাবর পড়া বলে শট খেলেননি ব্যাটসম্যান তানজিম সাকিব। আম্পায়ার তানবীর আহমেদ ওয়াইড দিলে উত্তেজিত হয়ে পড়তে দেখা যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।


ওই ওয়াইড অবশ্য ম্যাচে শেষ পর্যন্ত কোন তফাৎ করেনি। এক বল আগেই গাজীর ১৩০ রান পেরিয়ে এক উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। মুকিদুলের বলটির সময় লঙ অফে ফিল্ডিং করছিলেন মাহমুদউল্লাহ।


আম্পায়ার ওয়াইড দিতেই চিৎকার করে কিছু আপত্তিকর ভাষা ব্যবহার করতে শোনা যায় তাকে। মাহমুদউল্লাহকে শান্ত করতে ছুটে আসেন লেগ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।


মিনিট খানেক বিতর্কের পর ফিল্ডিংয়ে ফেরত যান গাজীর অধিনায়ক। পরের বলে আবার একই ওয়াইড লাইনে বল করেন মুকিদুল। এবার ওয়াইড লাইনে কিছুটা বাইরে হলেও আম্পায়ার তানভির ওয়াইড দেননি।


পরের বলে আরও বাইরে বল করেন মুকিদুল। এবার ওয়াইড না দিয়ে কোন উপায় ছিল না। পরের ওভারে আম্পায়ার তানবীরের সঙ্গে মিটমাট করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। দুঃখ প্রকাশের ভঙ্গি করেন তিনি। - স্পোর্টসজোন২৪