সর্বোচ্চ রানে জয়ের আরেকটি রেকর্ড গড়ল মুলতান

ক্রিকেট দুনিয়া June 19, 2021 617
সর্বোচ্চ রানে জয়ের আরেকটি রেকর্ড গড়ল মুলতান

পাকিস্তান সুপার লিগে আরেকেটি বড় জয়ের রেকর্ড গড়ল মুলতান সুলতান। টুর্নামেন্টের ২৮ তম ম্যাচে লাহোর কালান্দার্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রিজওয়ানের দল। অন্যদিকে বাদ পড়ার শঙ্কায় রশিদদের লাহোর কালান্দার্স।


শুক্রবার আবুধাবিতে যথারীতি টস হেরে আগে ব্যাট করতে নামে মুলতান সুলতান। শুরুটা ভাল হয়নি। ওপেনার শান মাসুদ ফেরেন ইনিংসের প্রথম বলেই। অধিনায়ক রিজওয়ানও ফেরেন ২০ বলে ১৫ রান করে। তবে মিডল অর্ডারে দলের হাল ধরেন শোয়াইব মাকসুদ। তার ৪০ বলে ৬০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে মুলতান।


জবাবে ব্যাট করতে নেমে শাহনেওয়াজ ধানি ও মুজুরাবানিদের বোলিংতোপে একের পর এক উইকেট হারাতে থাকে লাহোর। হাফিজ-সোহেল রা দাঁড়াতেই পারেননি তাদের সামনে। ফকনার কিছুনা ঝড় তুললেও সেই আলোও নিভিয়ে দেন ধানি। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানেই হয় লাহোর কালান্দার্স। এতেই ৮০ রানের বিশাল জয় পায় মুলতান।


পিএসএল ইতিহাসে রানের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। নিজেদের অষ্টম তথা আগের ম্যাচটিতেই পিএসএল ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল রিজওয়ানের দল। কোয়েটাকে ১১০ রানের ব্যবধানে হারিয়েছিল তারা।


সংক্ষিপ্ত স্কোরঃ

মুলতান সুলতানস ১৬৯/৮(২০)

মাকসুদ ৬০, রুশো ২৯

শাহিন আফ্রিদি ৩/২৩, ফকনার ২/৩০


লাহোর কালান্দার্স ৮৯/১০(১৫.১)

ফকনার ২২, হাফিজ ১৪

ধানি ৪/৫, ইমরান ৩/২৪।


সূত্রঃ স্পোর্টসজোন২৪