খাঁজার সেঞ্চুরিতে পেশোয়ারকে হারালো ইসলামাবাদ

ক্রিকেট দুনিয়া June 18, 2021 992
খাঁজার সেঞ্চুরিতে পেশোয়ারকে হারালো ইসলামাবাদ

সর্বোচ্চ রানের ম্যাচ দেখলো পাকিস্তান সুপার লিগ। টুর্নামেন্টের ২৬ তম ম্যাচে ইতোপূর্বের সকল ইতিহাস ভেঙে সর্বোচ্চ রানের ম্যাচের রেকর্ড গড়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। রান বন্যার ৪৭৯ রানের ম্যাচে পেশোয়ারকে ১৫ রানে হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা ইসলামাবাদ ইউনাইটেড।


আবু ধাবিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো তোলেন ইসলামাবাদের দুই ওপেনার উসমান খাঁজা ও কলিন মুনরো। ৯৮ রানে জুটির পর ২৮ বলে ৪৮ রান করে ফেরেন মুনরো। এরপর আসিফ আলির সাথে জুটি বাঁধেন খাজা। ৩৫ বলে তুলে নেন ফিফটি। ১৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফেরেন আসিফ আলি।


শেষের ঝড়টা আে ব্রেন্ডন কিং আর খাঁজা জুটিতে। ৭.১ ওভারে এই জুটি তোলে ১০২ রান। পরের ১৮ বলে ফিফটি করে ৫৩ বলে পিসএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন উসমান খাঁজা। শেষ পর্যন্ত ব্যাটিং করে ৫৬ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। ২২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন কিং। এতেই ২ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে ইসলামাবাদ। নিজের আগের রেকর্ড ভেঙে গড়ে পিএসএল ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।


জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিরে যান আগের ম্যাচে দ্রুততম ফিফটি করা হযরতুল্লাহ জাজাই। তবে ঝড় তোলেন আরেক ওপেনার কামরান আকমল। ৩২ বলে ৫৩ রানের ইনিংসের পর বিদায় নেন তিনি। পরবর্তীতে হাল ধরেন শোয়েব মালিক। রাদকরফোর্ডকে নিয়ে এগিয়ে নিতে থাকেন। কিন্তু ৩৬ বলে ৬৮ রান করে ফিরতে হয় তাকে। ৮ বলে ২৯ রান করে ফেরেন রাদারফোর্ড।


১৮৫ রানে ৬ উইকেট হারালেও ম্যাচ জমিয়ে রাখেন ওয়াহাব রিয়াজ ও উমিদ আসিফ। তবে দলকে জেতাতে পারেননি তারা। রিয়াজের ১৫ বলে ২৮* ও আসিফের ৯ বলে ২০* রানে পিএসএল ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৩২ রান করার রেকর্ড গড়ে পেশোয়ার। এর আগে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ছিল ২০৩ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ

ইসলামাবাদ ইউনাইটেড ২৪৭/২(২০)

খাঁজা ১০৫*, মুনরো ৪৮

মালিক ১/১৪, গুল ১/৫৬


পেশোয়ার জালমি ২৩২/৬(২০)

মালিক ৬৮, কামরাস ৫৩

জাভেদ ৩/৪৩, হাসান ১/৩০।


সূত্রঃ স্পোর্টসজোন২৪