জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি

ক্রিকেট দুনিয়া June 17, 2021 968
জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি

গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। যার দায়িত্ব তিনি দিয়েছিলেন অপারেশন্স কমিটিকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা তৈরি করে ফেলেছে অপারেশন্স কমিটি।


দু’একদিনের মধ্যেই তালিকা প্রকাশ করতে চায় তারা। মূলত ক্রিকেটাররা কোন কোন ফরম্যাটে খেলতে আগ্রহী এই বিষয়ে এখনও নিশ্চিত হলেই তালিকা প্রকাশ করবে বিসিবি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন,


‘আমরা মোটামুটি বোর্ড মিটিংয়ের পর নির্বাচকদের সঙ্গে বসে আমাদের কিছু জানার ব্যাপার ছিল তা আমরা জেনেছি এবং দুই একদিনের মধ্যে আমরা প্লেয়ারদেরকে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। উত্তর আসার সাথে সাথে আমরা চুক্তি করে ফেলব। ২৩/২৪ জন আছে কিন্তু চুক্তি তো এতজন হবে না।’


করোনা ভাইরাসের সময় অনেক ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেতন কম পাচ্ছে। তবে সেটি হচ্ছে না টাইগার দের জন্য। এবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১০-২০ শতাংশ বাড়ছে বলে নিশ্চিত করেছেন আকরাম খান।


আকরাম এ প্রসঙ্গে বলেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডের প্লেয়ার বলেন স্টাফ বলেন সবারই স্যালারি কিন্তু কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম (কমানোর পরামর্শ) উনি বললো না ১০-২০% বৃদ্ধি করার জন্য।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট