মেয়াদ শেষ হলেও বিশ্বকাপ পর্যন্ত রয়ে গেলেন তিন নির্বাচক

ক্রিকেট দুনিয়া June 16, 2021 584
মেয়াদ শেষ হলেও বিশ্বকাপ পর্যন্ত রয়ে গেলেন তিন নির্বাচক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে মে মাসেই। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর তাদেরকে বদলানো হচ্ছে না।


মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল মেয়াদ শেষ হলেও তাদের দায়িত্ব পালনের সময় বৃদ্ধি করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। মঙ্গলবার (১৫ জুন) বিসিবির ১০ম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেন।


গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের নির্বাচক প্যানেল, এখন যেটা আছে সেটার মেয়াদ শেষ হয়েছে আপনারা জানেন। এই বোর্ড সভায় যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’


নান্নু-বাশারদের মেয়াদ শেষ হলেও ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও টাইগারদের ব্যস্ত সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই নির্বাচক প্যানেলে বদল আনার পথে হাটেনি বিসিবি।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন, একই কথা প্রযোজ্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের ক্ষেত্রে। ২০১১ সালে এই দুইজন নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন।


এই দুজনের সঙ্গে ২০২১ সালের জানুয়ারিতে যুক্ত হয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। - ক্রিকেট৯৭