আউট হয়েও নট আউটের ভঙ্গি করা নতুন নয় : নুরুল হাসান

ক্রিকেট দুনিয়া June 14, 2021 1,153
আউট হয়েও নট আউটের ভঙ্গি করা নতুন নয় : নুরুল হাসান

সাকিব আল হাসানের স্যাম্প ভাঙা বিতর্কের ডালাপালা ক্রমশই বিস্তৃত হচ্ছে। এমন মহাযজ্ঞ পার হতে না হতের পরের দিন ডিপিএলের অষ্টম রাউন্ডে ঘটেছে দুইটি বিতর্কিত ঘটনা। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাঠেই তার প্রতিবাদ করতে দেখা গেছে সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা পারটেক্স স্পোর্টিং ক্লাবের পেসার শাহাদাত হোসেন এবং লিজেন্ডস অব রূপগঞ্জের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।


সাব্বির রহমানের একটি আউটকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। উইকেট কিপার নুরুল হাসান সোহান কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। যা নিয়ে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন সাব্বির। যদিও নুরুল হাসান বলছেন তা শতভাগ আউট-ই ছিল। এবং সেটি জেনেই তিনি আউটের আবেদন করেছিলেন।


ঘটনা সাভারের বিকেএসপিতে লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের। রূপগঞ্জের ইনিংসের তখন ১৫তম ওভারের খেলা চলছিলো। নুরুল হাসান পেসার সালাউদ্দিন শাকিলকে কয়েকবার হাত দিয়ে ইশারা করেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে বোলিং করতে। নুরুলের কথামতো ওয়াইড লাইনের কাছাকাছি অঞ্চল দিয়ে বলটা করেন শাকিল। সাব্বির বড় শট খেলতে গিয়ে ব্যার্থ হন। সাথে সাথে নুরুল হাসান কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন।


কিন্তু কিছুতেই আউট মানতে নারাজ সাব্বির। নিজের সিদ্ধান্তেও অনড় অন-ফিল্ড আম্পায়ার। সাব্বিরও তার জায়গা ছাড়তে চাননি। এরপর তার জাতীয় দলের এক সময়ের সতীর্থ নুরুলকে দেখা যায় সাব্বিরের সঙ্গে কথা বলতে। একসময় একরাশ হতাশা নিয়ে বাধ্য হয়েই মাঠ ছাড়েন সাব্বির। যদিও ভিডিওতে বল ব্যাটের কিছুটা দূর দিয়েই যেতে দেখা গেছে বলে মত অনেকের।


সাব্বিরের এই আউটকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বল করার আগে নুরুলের এভাবে হাত নাড়িয়ে অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে বোলিং করানোর নির্দেশ আর পরিকল্পনা মতো আউট হবার ঘটনায় আম্পায়ার আর নুরুলের মাঝে যোগসাজশ দেখতে পেরেছেন। অবশেষে এই বিতর্ক নিয়ে খুললেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।


যেভাবে বোলিং করার নির্দেশনা দিচ্ছেন নুরুল হাসান। নুরুল বলেন, আউট হবার পর সাব্বিরের মতো এমন অঙ্গভঙ্গি ক্রিকেট খেলায় হরহামেশাই দেখা যায়। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে নুরুল লেখেন, “অনেক ব্যাটসম্যান আছে যারা আউট হওয়ার পরও ভাবভঙ্গির মাধ্যমে বুঝাতে চায় আউট হয়নি এবং ক্রিকেটে এটা নতুন কিছু নয়। উইকেটকিপার হিসেবে আমি সবসময়ই চেষ্টা করি কট বিহাইন্ডের ক্ষেত্রে নিজে নিশ্চিত হয়ে এরপর আউটের আবেদন করতে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি