ক্রিকেট মানেই রেকর্ডের খেলা, প্রতিদিনই চলে রেকর্ড ভাঙা গড়ার এই খেলাটি। এর মধ্যে অনেক রেকর্ড গর্বের হলেও কিছু রেকর্ড থাকে লজ্জার কিংবা অনাকাঙ্ক্ষিত, গর্বের অনেক রেকর্ডেই নাম আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে ইমরুল কায়েসকে টপকে নিজের নাম জড়িয়েছেন সাকিব আল হাসান, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ডাক (শূন্য রানে আউট) রেকর্ডটি এখন সাকিব আল হাসানের।
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত করতে তো পারেননিই, উল্টো ৬ বল খেলে শূন্য রানে আউট হলে মোহামেডানকে বিপর্যয়ের মুখে ফেলেছেন তিনি।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই ব্যাটিংয়ে ভুগছেন সাকিব, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করলেই তার পর থেকেই ব্যাট হাতে একেবারে অচেনা বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও সেই বৃত্ত থেকে বের হতে পারেননি, উল্টো একের পর এক ডাক উপহার দিচ্ছেন ভক্ত-সমর্থকদের।
বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকঃ
সাকিব আল হাসান ২০
ইমরুল কায়েস ১৯
সৌম্য সরকার ১৭
তামিম ইকবাল ১৬
রুবেল হোসেন ১৫
মাশরাফি মর্তুজা ১৫।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি