ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া June 9, 2021 483
ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার আসন্ন ইংল্যান্ড সফরের জন্য সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নির্বাচকদের দেওয়া স্কোয়াড অনুমোদন দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকশে।


৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল (৯ জুন) ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিবে শ্রীলঙ্কা দল। কয়েকজন আনক্যাপড ক্রিকেটারের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন নুয়ান প্রদীপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন কেবল আসেন বান্দারা (হ্যামস্ট্রিং ইনজুরির কারণে)।


স্কোয়াডে জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নের মত অভিজ্ঞ ক্রিকেটারদের। কুশল পেরেরা দুই ফরম্যাটেই আছেন অধিনায়ক হিসাবে। সংক্ষিপ্ততম সংষ্করণে দাসুন শানাকার চেয়ারে বসছেন তিনি। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক হবার পরেও ভিসা জটিলতায় ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হয়নি শানাকার।


শানাকার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। যদিও এবারে স্কোয়াডেই নাম নেই ম্যাথুসের। স্কোয়াডে থাকা চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া লাকসান, ইশান জয়ারত্নে, প্রবীন জয়াবিক্রমারা এখনও আনক্যাপড।


ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড-

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দাসুন শানাকা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, লাকসান সান্দাকান, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া লাকসান, শিরান ফার্নান্দো, ইশান জয়ারত্নে ও প্রবীন জয়াবিক্রমা।


• শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড সফর সূচিঃ


১ম টি-টোয়েন্টি- ২৩ জুন, কার্ডিফ

২য় টি-টোয়েন্টি- ২৪ জুন, কার্ডিফ

৩য় টি-টোয়েন্টি- ২৬ জুন, সাউদাম্পটন


১ম ওয়ানডে- ২৯ জুন, ডারহাম

২য় ওয়ানডে- ১ জুলাই, লন্ডন

৩য় ওয়ানডে- ৪ জুলাই, ব্রিস্টল।


সূত্রঃ ক্রিকেট৯৭