আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সঙ্গে এই তালিকায় আছেন আরও রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রাভিন জয়াবিক্রেমা।
শ্রীলংকার বিপক্ষে গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচে দলের বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেছেন তিনি। সেইসাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যার কারনেই এই তালিকায় মনোনীত হয়েছেন মুশফিকুর রহিম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম করেছিলেন ২৩৭ রান। এ ছাড়া পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন ১৪টি উইকেট। শ্রীলঙ্কান স্পিনার প্রভীন জয়া বিক্রমা বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচে ১১টি টেস্ট উইকেট নিয়ে মে মাসের সেরা তালিকার জন্য মনোনীত হন।
সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে আইসিসি এই ক্রিকেটারদের মনোনয়ন দিয়েছে। মনোনয়নের তালিকায় থাকা এই ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। যিনি স্বীকৃতি পাবেন আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে। ভক্ত-সমর্থকরা এখন icc-cricket.com/awards এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারেন।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট