বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া June 8, 2021 1,732
বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। আগামী বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।


এই সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ছাড়াও এই সময়ে তাদের রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। আগামী জুলাইয়ে ওই সিরিজ খেলেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়া প্রাথমিক স্কোয়াড : অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান, অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমন্ট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট