মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন শেখ জামালের পক্ষে ৩৪ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাট হাতে সাকিব করেন মাত্র ২ রান।
আগে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের শুরুটাও ভালো হয়েছিল না। পাওয়ারপ্লেতে আশরাফুল-সৈকত সংগ্রহ করেন ২৯ রান। সাকিবের বলে আউট হওয়ার আগে আশরাফুল করেন ২৪ বলে ১৫ রান। একই ওভারে ফারদীন হাসানের উইকেটও পান সাকিব। প্রথম ১০ ওভারে মাত্র ৫১ রান সংগ্রহ করে শেখ জামাল।
ষষ্ঠ উইকেটে ঝড় তোলেন নুরুল হাসান সোহান ও জিয়াউর রহমান। ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ফিফটি পূরণ করেন সোহান। শেষ পর্যন্ত ৩৪ বল খেলে ৬৬ রানে অপরাজিত থাকেন সোহান।
স্ট্রাইকরেট ১৯৪.১১! তার ইনিংসটি সাজানো ৪টি চার ও ৫টি ছক্কায়। জিয়া অপরাজিত থাকেন ১৭ বলে ৩৫ রানে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কার মার। স্ট্রাইকরেট ২০৮.৮৮!
শেখ জামাল নির্ধারিত ২০ ওভার ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬১ রান। মোহামেডানের পক্ষে সাকিব ২টি নেন। এরপর ১৬২ রানের জবাবে ভাল হয়নি মোহামেডানের।
এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পারভেজ হোসেন ইমনকে ০ (৩), সাকিবকে ২ (৯) ও ইরফানকে ০ (২)। শামসুর রহমান শুভ ২ চার ও ২ ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন। আর ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন নাদিফ চৌধুরী। তবে মোহামেডান হারে ১৬ রানে।
• সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল:- ১৬১/৫ (২০)
সোহান ৬৬*, জিয়া ৩৫*, আশরাফুল ১৫।
সাকিব ২/১২, রনি ২/৫৩
মোহামেডান:- ১৪৫/৮ (২০)
নাদিফ ৫৭, শামসুর ২৯
এনামুল ৩/১৩ জিয়া ২/২০।
সূত্রঃ স্পোর্টসজোন২৪