ক্যারিয়ার সেরা বোলিং করায় মুস্তাফিজকে অভিনন্দন জানালো রাজস্থান

ক্রিকেট দুনিয়া June 6, 2021 729
ক্যারিয়ার সেরা বোলিং করায় মুস্তাফিজকে অভিনন্দন জানালো রাজস্থান

ঢাকা প্রিমিয়ার লিগের গতকাল ক্যারিয়ার সেরা বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।


ঢাকা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলীয় ১৮ ওভারের মাথায় ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে তিনটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। প্রথমেই তুলে নেন সাকিব আল হাসানকে। ১৫ বলে ২০ রান করা সাকিবকে বোল্ড আউট করেন মুস্তাফিজ।


একই ওভারে শুভাগত হোম এবং শামছুর রহমানের উইকেট তুলে নেন মোস্তাফিজ।। শামসুর রহমান করেন ৩৩ রান এবং শুভাগত হোম ৪ রান করে। এরপর ইনিংসের শেষ ওভারে এসে আরো দুইটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। ১ রান করা আবু হায়দার রনির এবং ১ বল পরেই তিনি তুলে নেন তাসকিন আহমেদের উইকেট।


মুস্তাফিজের এই দুর্দান্ত বোলিংয়ে তাকে অভিনন্দন জানিয়েছে তার আইপিএলে দল রাজস্থান রয়েলস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাই রাজস্থান।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট