পাকিস্তান ক্রিকেটে বর্তমানে বিতর্কের প্রধান চরিত্রের নাম মোহাম্মদ আমির। বাঁ-হাতি ফাস্ট বোলার বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন। অনেকটা স্বভাবচিত ভঙ্গিমায়ই ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
কোচ মিসবা উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতবিরোধের জেরেই তাঁর এই সিদ্বান্ত বলে জানান আমির। বিভিন্ন লিগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের ক্ষেত্রে নিজের মনবদলের এখনও কোন ইঙ্গিতই দেননি তিনি।
তবে কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বাবর আজম, পাকিস্তান দলে ফেরার বিষয়ে আমিরের সঙ্গে কথা বলবেন বলে জানান। এবার সেই পথেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।
ইতিমধ্যেই আমিরের সঙ্গে বোর্ড ব্রিটেনে এক পর্ব আলাপ আলোচনা সেরে ফেলেছে বলেই জানান পিসিবি সিইও ওয়াসিম খান। সেখানে যে সকল সমস্যার ফলে আমির অবসর গ্রহণ করেন, তা নিয়ে কথাবার্তা বলা হয়।
আমির সঠিক কবে ফিরতে পারেন সেই বিষয়ে কিছু না জানালেও শীঘ্রই তাঁকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে জানানো হয়।
ওয়াসিম খান এক ইউটিউব চ্যানেলে আলাপ আলোচনার সময় জানান, ‘আমির এখনও আমাদের দলের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওর এবং কোচেদের (মিসবা এবং ওয়াকার) মধ্যে সমস্যার সমাধান করারই চেষ্টা করব।
তবে আমি ওকে এটাও জানাই যে দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ও যে পথ বেছে নিয়েছে, তা একদমই সঠিক নয়।’
সূত্রঃ হিন্দুস্তান টাইমস