সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে লেকহাউস ডেইলি নিউজের বরাতে শনিবার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট টাইমস জানিয়েছে, লঙ্কানদের এই স্কোয়াডটি এখন দেশটির ক্রীড়া মন্ত্রীর অনুমোদনের বিষয়।
নির্বাচকেরা স্কোয়াডে চার নতুন মুখ ধনাঞ্জয়া লক্ষণ, ঈশান জয়ারত্নে, চারিথ আসালাঙ্কা ও শিরান ফার্নান্দোকে অন্তর্ভুক্ত করেছেন। ইংলিশদের বিপক্ষে সিরিজেও থাকছেন চার তারকা আভিষ্কা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, ওশাদা ফার্নান্দো ও কাসুন রাজিথা।
অধিনায়ক হিসেবে থাকছেন কুশল পেরেরার হাতে। এর আগে এই ৩০ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান-উইকেটরক্ষকের নেতৃত্ব বাংলাদেশ সফরে গিয়েছিল শ্রীলঙ্কা।
৮ জুন ইংল্যান্ড সফরে উড়াল দেবে লঙ্কানরা। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ২৩ জুন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ০৪ জুলাই হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে কেন্টের বিপক্ষে ১৮ জুন একটি ওয়ানডের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২০ জুন সাসেক্সের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাতিলাকা, পাথুম নিশানকা, আভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ধনাঞ্জয়া লক্ষণ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, শিরান ফার্নান্দো, কাসুন রাজিথা, আশিথা ফার্নান্দো ও ঈশান জয়ারত্নে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪