বেশ কয়েক দফা পিছিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের বাকি ২০ ম্যাচের সূচি। আবুধাবিতে আগামী ৯ জুন থেকে মাঠে গড়িয়ে ২৪ জুন ফাইনাল দিয়ে ইতি টানবে এবারের আসর। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন প্রকাশিত সূচিতে রাখা হয়েছে ৬টি ‘ডাবল হেডার’। অর্থাৎ একদিনে অনুষ্ঠিত হবে দুইটি করে ম্যাচ। যার ৫টি হবে গ্রুপ পর্যায়ে এবং অন্যটি প্লে অফে। দিনের প্রথম খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে রাত ১০টায়।
এর আগে মাত্র ১৩ ম্যাচ মাঠে গড়ানোর পর বেশ কিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গেল ৪ঠা মার্চ আসরের মাঝপথেই স্থগিত হয়ে গেছিলো পিএসএলের ষষ্ঠ আসর।
গ্রুপ পর্বঃ
৯ জুন: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড
১০ জুন: মুলতান সুলতান্স বনাম করাচি কিংস
পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স
১১ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
১২ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি
১৩ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স
মুলতান সুলতান্স বনাম পেশোয়ার জালমি
১৪ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস
১৫ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স
পেশোয়ার জালমি বনাম করাচি কিংস
১৬ জুন: মুলতান সুলতান্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
১৭ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি
করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স
১৮ জুন: মুলতান সুলতান্স বনাম লাহোর কালান্দার্স
১৯ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস
মুলতান সুলতান্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড
প্লে অফ
২১ জুন: কোয়ালিফায়ার (১ বনাম ২)
এলিমিনেটর ১ (৩ বনাম ৪)
২২ জুন: এলিমিনেটর ২ (কোয়ালিফায়ারে পড়াজিত দল বনাম এলিমিনেটর ১ এ জয়ী দল)
২৪ জুন: ফাইনাল।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি