শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ফিফটিতে র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। একই ম্যাচে ফিফটি করে মোসাদ্দেক হোসেন এগিয়েছেন ১২ ধাপ। ওই ম্যাচে চার উইকেট নিয়ে তাসকিন আহমেদের অবস্থানও এগিয়েছে ১২ ধাপ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত সোমবার বাংলাদেশের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে মাহমুদউল্লাহ খেলেন ৫৩ রানের ইনিংস। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন তিনি আছে ৩৬ নম্বরে।
ওই ম্যাচে মোসাদ্দেক করেন ৫১ রান। ১২ ধাপ এগোনোর পরও তার অবস্থান এখন ১১৩তম। প্রায় একই অবস্থা তাসকিনের। ডানহাতি পেসার বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে আছেন ৮৮তম স্থানে।
সেদিন উইকেটশূন্য থাকায় মুস্তাফিজুর রহমান নেমে গেছেন এক ধাপ, আছেন দশে। মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থেকেও ধরে রেখেছেন দুই নম্বর স্থান।
সেই ম্যাচে ১৬ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ এড়ানোয় সহায়তা করেন দুশমন্থ চামিরা। এক লাফে ২৭ ধাপ এগিয়ে লঙ্কান পেসার আছেন এখন ৩৩তম স্থানে।
ওই ম্যাচে ৪ রানে আউট ও বল হাতে উইকেটশূন্য থাকলেও সাকিব আল হাসান ধরে রেখেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। - বিডিনিউজ২৪