ডিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিল মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ দিনের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মমিনুলের ফিফটিতে শেখ জামালকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।
মিরপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে শেখ জামাল। ওপেনিংয়ে দারুণ শুরু করেছিলেন আশরাফুল। নিজের প্রথম বলেই মুকিদুল ইসলাম মুগ্ধকে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন। তার সঙ্গে গাজি গ্রুপের বোলারদের ওপর তান্ডব শুরু করেন সৈকত আলীও। ৩০ বলে ৩৩ করে ফেরেন এই ব্যাটসম্যান। আশরাফুল করেন ৩৫ বলে ৪১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার শাহাদাত ও সৌম্যকে হারায় গাজী গ্রুপ। তবে মিডল অর্ডারে শক্ত হাতে দলের হাল ধরেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মমিনুল হক ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুজনেই দারুণ জুটি গড়ে ফিফটি তুলে নেন। ৩৬ বলে ৮ বাউন্ডারিতে ৫৩ রান করে ফেরেন মমিনুল। তবে দলকে জিতিয়ে ৫১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ১৫১/৭(২০)
আশরাফুল ৪১, সৈকত ৩৩
মাহমুদউল্লাহ ২/২৩, মুকিদুল ২/৩৬
গাজী গ্রুপ ১৫৬/৩(১৮.৫)
মাহমুদউল্লাহ ৬১, মমিনুল ৫৪
এনামুল ২/২১, সাকিল ১/২৯।
সূত্রঃ স্পোর্টসজোন২৪