ডিপিএলে প্রথম ম্যাচে রান আউট হয়ে হাফ সেঞ্চুরি মিস করেছিলেন মোহাম্মদ আশরাফুল। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ঝড়ো শুরু করলেও আবারো ফিফটির কাছে গিয়ে ফিরেছেন শেখ জামালের এই ওপেনার।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। সেদিন রান আউটে যেখানে শেষ আজ ওপেনিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেছিলেন আশরাফুল। নিজের প্রথম বলেই মুকিদুল ইসলাম মুগ্ধকে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন আশরাফুল।
ব্যক্তিগত ২০ রানের মধ্যেই ৩ ছক্কা হাঁকান অ্যাশ। তার সঙ্গে গাজি গ্রুপের বোলারদের ওপর তান্ডব শুরু করেন সৈকত আলীও। ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে পাওয়ার প্লে’তে আর পেছনে তাকাননি এই ব্যাটসম্যান। তবে দলীয় ৬৯ রানে ফিরতে হয় তাকে।
এরপরও নাসিরকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আশরাফুল। কিন্তু ফিফটির কাছে দিয়ে ৪১ রানে আরিফুল হকের বলে নাসুম আহমেদের দারুণ ক্যাচে ফিরতে হয় তাকে। ৩৫ বলের এই ইনিংসকে ৪ ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪