২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুনামেন্টের সূচি প্রকাশ করলো আইসিসি

ক্রিকেট দুনিয়া June 2, 2021 790
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুনামেন্টের সূচি প্রকাশ করলো আইসিসি

২০১৯ সালে ১০ দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ সালে আগামী বিশ্বকাপেও অংশগ্রহণকারী দলের সংখ্যা থাকছে গত আসরের মতোই। তবে পরের প্রতিযোগিতা থেকে বাড়ছে দল। এফটিপির পরবর্তী চক্রে ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নিতে ১৪ দলকে অনুমোদন দিলো আইসিসি।


আট বছরের এই চক্র শুরু হবে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত। এই সময়ে সব মিলিয়ে হবে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট। মঙ্গলবার (১ জুন) আইসিসির নির্বাহী বোর্ডের ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেওয়া হবে ২০ দলকে। বিশ্ব ক্রিকেটে নতুন করে অন্তর্ভুক্ত হবে পুরুষদের চ্যাম্পিয়নস ট্রফি।


২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণে হবে ৫৪ ম্যাচ। আর ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল, ম্যাচ হবে ৫৫টি। এছাড়া ২০২৫ ও ২০২৯ সালে আয়োজিত হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।


• ২০২৪-৩১ সাল পর্যন্ত আইসিসির বৈশ্বিক টুনামেন্ট


২০২৪ : টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৫ : চ্যাম্পিয়নস ট্রফি

২০২৫ : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

২০২৬ : টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৭ : ওয়ানডে বিশ্বকাপ

২০২৭ : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

২০২৮ : টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৯ : চ্যাম্পিয়নস ট্রফি

২০৩০ : টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০৩১ : ওয়ানডে বিশ্বকাপ,

২০৩১ : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট