ওয়ানডে বিশ্বকাপে ১৪ দল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল

ক্রিকেট দুনিয়া June 2, 2021 814
ওয়ানডে বিশ্বকাপে ১৪ দল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল

ক্রিকেট বৈশ্বিক খেলা হলেও সেটাকে সংকীর্ণ ভাবে আয়োজন করে আইসিসি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় মাত্র ১০ টি দল। এতে করে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দলগুলো।


তবে সেই আক্ষেপ তাদের দূর হতে যাচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ থেকে বেড়ে যাচ্ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। ১৪ টি দল অংশ নেবে ২০২৭ ও ২০৩১ বিশ্বকাপে, যদিও এর আগে ২০২৩ বিশ্বকাপে আগের মতোই ১০ দল খেলবে।


ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতে ও খেলাটির জনপ্রিয়তা বাড়াতে ছোট সংস্করণকেই বেছে নিয়েছে আইসিসি, তারই অংশ হিসেবে বাড়ানো হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দল খেললেও ২০২৪ সালের আসর থেকে অংশ নেবে ২০ টি করে দল।


নতুন এফটিপিতে ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে অনুষ্ঠিত হবে আরও ৩ টি ২০ ওভারের বিশ্বকাপ, সবগুলোতেই অংশ নেবে ২০ টি করে দল। এর বাহিরে আগের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ৮ দল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ টি দল।


বৈঠক শেষে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “ছেলেদের ১৪ দল ও ৫৪ ম্যাচের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ২০২৭ ও ২০৩১ সালে এবং ২০ দল ও ৫৫ ম্যাচের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে।”


মেয়েদের বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ানো হয়েছে আগেই, ২০২৯ ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল; আগে যেখানে অংশ নিতে ৮ টি করে দল। অন্যদিকে ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দলের পরিবর্তে অংশ নেবে ১২ টি দল।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি