টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই আয়োজন করতে চায় বিসিসিআই

ক্রিকেট দুনিয়া June 1, 2021 515
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই আয়োজন করতে চায় বিসিসিআই

করোনা মহামারির কেন্দ্রস্থল বলা যায় ভারতকে, ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটি। অবস্থা এতটাই খারাপ যে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও আইপিএল চালিয়ে নেওয়া সম্ভব হয়নি, বাধ্য হয়েই স্থগিত ঘোষণা করতে হয়েছে বিশ্বের সবচেয়ে ধনি এই ক্রিকেট লিগ।


ক্ষতি পুষিয়ে নিতে সেপ্টেম্বরেই আইপিএলের বাকি অংশ আয়োজন করছে বিসিসিআই, তবে প্রথম অংশ ভারতে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় অংশ আয়োজন করা হচ্ছে আরব আমিরাতে। বর্ষা মৌসুমের আজুহাত দিলেও কারণটা যে করোনা পরিস্থিতি সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।


ঝুঁকি এড়াতে ৮ দলের আইপিএল আরব আমিরাতে আয়োজন করা হলেও পরের মাসেই ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের মাটিতেই আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের আশা বিশ্বকাপের এখনো ৪ মাস বাকি, এর মধ্যেই ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।


বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের প্রথম পছন্দ যে ভারত সেটা পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা। তিনি বলেন, “বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই আছে। আমাদের প্রথম পছন্দ ভারত, এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিয়েছি, সেটা এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়।”


রাজিব শুক্লা আরও বলেন, “জুন কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যদি ভারতের অবস্থা ভালো না হয়, তখন অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে নেওয়া হবে। যদি ভারতে পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা যদি পারি, তাহলে ভারতেই বিশ্বকাপ আয়োজন করব।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি