কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যে আইপিএলের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকে সেই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি তারা।
গত মে মাসের শুরুতে করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের ১৪ তম আসরের খেলা, ক্ষতি পুষিয়ে নিতে সেপ্টেম্বরে আবারও সেই আসরের বাকি অংশের খেলা আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই।
তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা অজানা ছিল না, কিন্তু সেটা প্রত্যাশার চেয়েও অনেক বেশি হতে যাচ্ছে। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলের বাকি অংশের জন্য ছাড়বে না তারা; প্যাট কামিন্সও জানিয়েছে তাকে পাচ্ছে না কলকাতা।
এবার ইসিবির পথে হাটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, জাতীয় দলের ব্যস্ততা থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি একটি সংবাদ মাধ্যমকে বলেন, “আইপিএলের বাকি অংশের জন্য সাকিব ও মুস্তাফিজুরকে আমরা ছাড়পত্র দিতে পারব না। কারণ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ রয়েছে, বিশ্বকাপ অভিযান শুরু করার আগে সেই প্রতিযোগিতায় সেরা দল নামাতে চাই। তাই এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।”
আগামী আগস্ট সেপ্টেম্বরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই আইরিজ গুলোতে পূর্ণ শক্তির দল চায় বিসিবি, ১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএলের স্থগিত হওয়া অংশের খেলা।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি