আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল টি-টোয়েন্টি আসর। নিজেদের প্রথম ম্যাচে তারকা ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল ঝড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্রস ৫ উইকেটে হারিয়ে ৯১ রানে করে।
জয়ের জন্য ৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও আনামুল হক বিজয়। দলীয় মাত্র ১২ রানে শেখ মেহেদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বিজয়। সাজঘরে ফেরার আগে করেছেন ৭ বলে ৫ রান।
বিজয় ফিরলেও অন্য প্রান্তে আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন তামিম। তাঁকে বেশ ভালোভাবে সঙ্গ দিয়েছেন তিনে নামা রনি তালুকদার। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তামিমকে।
শেখ মেহেদির বলে স্টেপ আউট করে এসে মারতে গিয়ে স্টাম্পিং হয়েছেন বাঁহাতি এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৫টি ছক্কা ও দুটি চারের সাহায্যে মাত্র ২২ বলে করেছেন ৪৬ রান। আর তাঁকে দারুণ সঙ্গ দেয়া রনি ফিরেছেন ১৯ বলে ২৫ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৯১/৫ (ওভার ১২)
(জাকির ২৭*, মেহেদি ১৬, সৌম্য ১৪, মুমিনুল ১৩*, নাঈম ২/১২, মোস্তাফিজ ২/২২)
প্রাইম ব্যাংক: ৯২/৩ (ওভার ৯.২)
(তামিম ৪৬, রনি ২৫, মেহেদি ২/১৭)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪