মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিল আবাহনী

ক্রিকেট দুনিয়া May 31, 2021 1,925
মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিল আবাহনী

বৃষ্টিবিঘ্নিত ঢাকা প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল আবহনি লিমিটেড। আবহনী লিমিটেডের বিপক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব।


তবে বৃষ্টির কারণে মুশফিকুর রহিমের দল আবহনি লিমিটেডের সামনে টার্গেট হয় ১০ ওভারে ৭০ রান। মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আবহনী লিমিটেড।


টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে পারটেক্স। অধিনায়ক তাসামুল হক ৬৫ রান, মনির খানের ২২ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান তেমন রান করতে পারেনি। আবাহনী হয়ে মেহেদি হাসান রানা এবং তাইজুল ইসলাম নিল দুটি করে উইকেট।


বৃষ্টির কারণে আবহনী লিমিটেডের সামনে টার্গেট দারায় ১০ ওভারে ৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত উইকেট হারায় আবহনী। মাত্র দুই রান করেই প্যাভিলিয়নে ফেরেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান।


দলীয় ৩১ রানের মাথায় আউট হয়ে যান জাতীয় দলের আরেক ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ। ১৯ রান করেন তিনি। তবে আবহনীর হয়ে একাই হাল ধরেন মুশফিকুর রহিম। জয় তুলে নিয়ে ২৬ বলে তিন টিচার এবং একটি ছক্কায় সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট