যে কারনে চাইলেও হটস্পট টেকনোলজি আনতে পারে না বিসিবি

ক্রিকেট দুনিয়া May 28, 2021 1,552
যে কারনে চাইলেও হটস্পট টেকনোলজি আনতে পারে না বিসিবি

কেন বাংলাদেশে হটস্পট টেকনোলজি আনতে পারে না বিসিবি? এই প্রশ্নের অনেক অনেক ধরন মিললেও উত্তর পাওয়া যায় না। আজ শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবালের আউট হওয়ার পর সে প্রশ্নের পালে হাওয়া লেগেছে বেশ।


আল্ট্রা এজে এটা পরিষ্কার ছিল যে স্পাইক ছিল কিন্তু সেটা ব্যাটে নাকি ব্যাট মাটিতে স্পর্শ করার কারণে তৈরী হয়েছিল সেটা নিয়ে সন্দেহ আছে অনেক। ফিল্ড আম্পায়ার আউট হওয়ার পর থার্ড আম্পায়ার সেটিকেই বহাল রাখেন।


এখন এটি প্রকৃতপক্ষে ব্যাটে লেগেছে কিনা সেটি ঠিকভাবে পরীক্ষা করতে প্রয়োজন হটস্পট ডি আর এস টেকনোলজি। প্রশ্ন হলো কেন বিসিবি এটি আনতে পারে না!


বেশ কয়েকটি কারণ আছে যেগুলোর কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত অন্যদেশগুলো সেভাবে ডিআরএস প্রযুক্তিতে হটস্পট আনতে পারে না।


প্রথমত, হটস্পট এর জন্য পরিষ্কার আকাশ ও বাতাসের প্রয়োজন হয়। বেশি আদ্র, মেঘলা আকাশে হটস্পট ঠিকমত কাজ করতে পারে কম। যেকারণে ভারতীয় ক্রিকেট বোর্ডও সবক্ষেত্রেই এটি ব্যবহার করতে পারে না।


দ্বিতীয়ত, এটির জন্য উচ্চ প্রযুক্তির ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয় যেটি বেশিরভাগ দেশেরই নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরী করতে পারে বলে পাবলিক ব্যবহারে নিষিদ্ধ করা হয়। সেক্ষেত্রে বিসিবিকে এটি ব্যবহার করতে মিলিটারি বা সিকিউরিটি ছাড়পত্র নিতে হবে।


তৃতীয়ত, এটি ভারত বা বাংলাদেশ সহ ভারতে সম্প্রচারকারী বেশিরভাগ প্রতিষ্ঠান ব্যবহার করে না যে কারণে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড থেকে আনতে অনেক আগে থেকেই অর্ডার করার প্রয়োজন হয় যেটার সাথে শিপমেন্টের সম্পর্ক আছে। আন্তর্জাতিক সিরিজগুলোতে তারিখ পরিবর্তন হওয়ার জন্য সময় মেলানো সেক্ষেত্রে কঠিন।


এছাড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও লোকবলের এই ধরনের টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রেও অনেক উচ্চ প্রশিক্ষন প্রয়োজন যেটা বাস্তবিক অর্থে বাংলাদেশে অনেকটাই কঠিন। যে কারণে বিসিবির ইচ্ছে থাকলেও হটস্পট সিস্টেমকে মাঠে আনা আপাতত অসম্ভব।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি