২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনের ব্যর্থতায় সিরিজের শেষ ম্যাচ ৯৭ রানে জিতে নেয় শ্রীলঙ্কা। নাঈম শেখের (১) আউটের মধ্যে দিয়ে উইকেট পতনের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় তামিম ১৭, সাকিব ৪, রহিম ২৮, মোসাদ্দেক ৫১, আফিফ ১৬ রানে ফিরলে জয় তুলে নেওয়া সময়ের ব্যাপার হয়ে যায় দ্বীপরাজ্যের জন্য। ২৫ তম অর্ধশতে রিয়াদ ৫৩ রান করলেও উপযুক্ত সঙ্গীর অভাবে বলের সাথে রানের পাল্লায় টিম টাইগার ম্যাচ থেকে ছিটকে যায়।
২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করলেও বাংলাদেশ মূল্যবান ১০ টি পয়েন্ট হারিয়েছে। যাতে ২০২৩ বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জনে পরবর্তী ম্যাচে জয়ের উপর নির্ভর করতে হবে। লঙ্কার পক্ষে দুসমন্ত চামিরা ১৫ রানে ৫ উইকেট তুলে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধ্বসে দেন।
এর আগে টসে জিতে শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান ম্যাচ সেরা অধিনায়ক কুশাল পেরেরার ১২০ রানে ভর করে শ্রীলঙ্কার পুঁজি দাঁড়ায় ২৮৬। অতিথি এ ব্যাটসম্যানের শতক মূলত বাংলাদেশর ফিল্ডারদের উপহার। তিনবার জীবন ফিরে পেয়ে নিজের শতকের সাথে দলের স্কোর সমৃদ্ধ করেন। সেই সাথে বাংলাদেশকে জানান দেন উদ্ভোধনী ব্যাটসম্যানের ভূমিকা কি হওয়া উচিত।
ডি সিলভা ৫৫ ও রমেস মেন্ডিস ৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে তাসকিন একাই ৪ উইকেট তুলে পরাজয়ের মাঝেও শান্তনা খুঁজেছেন। শরিফুল ১ উইকেট পেলেও সাকিব, মিরাজ, মোসাদ্দেক ও মোস্তাফিজুর ছিলেন উইকেট শূণ্য। আইসিসির পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে নিজেদের ঝুঁলিতে ১০ পয়েন্ট যোগ করেছেন।
সূত্রঃ আমাদের সময়