বাংলাদেশের বিপক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বিধ্বংসী রূপে খেলতে থাকেন দুই ওপেনার ব্যাটসম্যান গুনাথিলাকা এবং কুশল পেরেরা। ওপেনিং জুটিতে ১১.২ ওভার ৮২ রান যোগ করেন এই দুই ওপেনার। তাদের এই লাগাম টেনে ধরেন তাসকিন।
১২ তম ওভারে বাংলাদেশকে জোড়া উইকেট তুলে দেন তাসকিন আহমেদ। দলীয় ৮২ রানের মাথায় প্রথমে দানুশকা গুনাথিলাকাকে প্যাভিলিয়নের ফেরাউন তাসকিন। ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তাসকিন। তবে এর উপরে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরা এবং কুশল মেন্ডিস দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা।
তবে দলীয় ১৪৯ রানের মাথায় দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান। ক্যাচটি লুফে নিতে পারেননি আফিফ হোসেন। ব্যক্তিগত ৭৯ রানের মাথায় জীবন পান কুশল পেরেরা। তবে পরের ওভারেই নীচের দিকে স্প্রে বোলিংয়ে এসে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
২২ রান করা কুশল মেন্ডিসকে প্যাভেলিয়নে ফেরান তিনি। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন কুশল পেরেরা। তবে ব্যক্তিগত ৯৯ রানের মাথায় সহজ একটি সুযোগ হাতছাড়া করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোস্তাফিজুর রহমানের বলে সহজ একটি ক্যাচ দিয়েছিলেন কুশল পেরেরা।
কিন্তু সেটি ধরতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বলেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। তবে কও সহজ ক্যাচ ছারলেও কুশল পেরেরা কঠিন একটি ক্যাচ ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ২১৬ রানের মাথায় ১২০ রান করা অধিনায়ক কুশল পেরেরাকে আউট করেন শরিফুল ইসলাম।
দলীয় ২৩১ রানের মাথায় শ্রীলংকার পঞ্চম উইকেটে তুলে নেয় বাংলাদেশ। ৭ রান করা নিরোশান ডিকভেলাকে রান আউট করেন শরিফুল ইসলাম। তবে এরপর ৩৫ রানের ছোট একটি পার্টনারশিপ গড়ে তোলেন ধনঞ্জয় ডি সিলভা এবং ভানিন্দু হাসারাঙ্গা। দলীয় ২৬৬ রানের মাথায় ১৮ রান করা ভানিন্দু হাসারাঙ্গাকে প্যাভিলিয়নের ফেরান তাসকিন আহমেদ।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। শ্রীলংকার হয়ে ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত থাকেন ৫৬ রান করে। বাংলাদেশের হয়ে চারটি উইকেট লাভ করেছেন তাসকিন আহমেদ। - বাংলাওয়াশ ক্রিকেট