তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, দলে ফিরলেন নাঈম শেখ

ক্রিকেট দুনিয়া May 26, 2021 1,843
তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, দলে ফিরলেন নাঈম শেখ

ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ঘরের মাঠের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে ছিলেন না নাঈম শেখ। স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছিল এই ওপেনারকে। সবশেষ নিউজিল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।


ওপেনিংয়ে লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতায় এবার দলে ডাকা হলো নাঈম শেখকে। শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে একাদশেও জায়গা পেতে পারেন তিনি। সিরিজের শেষ ওয়ানডের জন্য দলে নাঈম শেখকে ডাকা হলেও বাদ পড়েননি কেউই।


তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।


সূত্রঃ আমাদের সময়