বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া May 26, 2021 1,072
বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডে থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে টাইগাররা।


শীর্ষে ওঠার পথে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তামিমবাহিনী। চলতি সিরিজ শুরুর আগে ৪০ পয়েন্ট ছিল ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। নেট রানরেটে এগিয়ে থাকায় এক নম্বরে ছিল ইংল্যান্ড।


পরের দুই স্থানে ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে দুই ম্যাচ জিতে সবাইকে টপকে গেছে বাংলাদেশ। সুপার লিগে নিজেদের আট ম্যাচের পাঁচটিতে জয়ের সুবাদে বাংলাদেশ দলের এখন ৫০ পয়েন্ট।


ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত রয়েছে ৮ নম্বর অবস্থানে। চলতি সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বিশ্বকাপ সুপার লিগে সবার নিচে অবস্থান করছে।


পাঁচ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি দলটি। উল্টো দুই ম্যাচে স্লো ওভার রেটের কারণে তাদের নামের পাশে রয়েছে মাইনাস ২ পয়েন্ট।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন