আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে, শুরু ১৮ সেপ্টেম্বর!

ক্রিকেট দুনিয়া May 26, 2021 931
আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে, শুরু ১৮ সেপ্টেম্বর!

করোনার কারণে স্থগিত হওয়া আইপিএল আগামী সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে। এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের আয়োজক আরব আমিরাত।


আগামী ১৮-১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে আবারও শুরু হতে পারে আইপিএলের আসর। তিন সপ্তাহের মধ্যে ১০টি ডাবল হেডার রাখা হতে পারে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ৯ অথবা ১০ অক্টোবর।


পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই সব অংশীদারদের সঙ্গে আলোচনা করেছে এবং এটা শুরু হতে পারে ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে। ১৮ সেপ্টেম্বর শনিবার আর ১৯ তারিখে রবিবার এর মানে হচ্ছে আমরা সাপ্তাহিক ছুটির সময়টায় শুরু করতে পারছি।’


৪টি ডাবল হেডার প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন, ‘একইভাবে ৯ ও ১০ অক্টোবর ফাইনাল হতে পারে সেদিনও সাপ্তাহিক ছুটি থাকবে। আমরা সূচি চূড়ান্ত করছি।


এখানে ১০টি ডাবল হেডার থাকবে। সন্ধ্যার ম্যাচ থাকবে ৭টি। সেই সঙ্গে চারটি নিয়মিত ম্যাচও থাকবে (দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল)। এভাবেই ৩১ ম্যাচ সম্পন্ন হবে।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস