সিরিজ জয়ে সুপার লিগের শীর্ষে উঠলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া May 25, 2021 1,154
সিরিজ জয়ে সুপার লিগের শীর্ষে উঠলো বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির নয় ওয়ানডে সিরিজে দু’বার মাত্র ড্র করতে পেরেছিলো বাংলাদেশ। বাকী সবক’টিতে জয়ী দল শ্রীলঙ্ক। অবশেষে সিরিজ জয় করলো বাংলাদেশ দল।


মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সেই সাথে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। আগামি বিশ্বকাপে ওয়ানডে সুপার লিগের শীর্ষ দলগুলো সরাসরি খেলবে।


সিরিজ সমতায় ফেরতে সফরকারী শ্রীলঙ্কার লক্ষ্য ছিলো ২৪৭ রান। তবে বারবার বৃষ্টি আঘাত হানায় ডি/এল মেথডে লঙ্কানদের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। লঙ্কান ইনিংসের ৩৮ ওভা শেষে আবারো বৃষ্টি আঘাত হানে। বৃষ্টিতে খেলা বন্ধের আগ পর্যন্ত সফরকারীরা ৯ উইকেটে ১২৬ রান তুলে।


বৃষ্টি থামার পর খেলা শুরু হলে লঙ্কানদের টার্গেট দাঁড়ায় শেষ দুই ওভারে ১১৯ রান। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীরা ৯ উইকেটে ১৪১ রানে থেমেছে। শেষ দুই ওভারে লঙ্কানরা স্কোর বোর্ডে যোগ করে আরো ১৩ রান।


উদানা ১৮ রানে ও চামরা ৪ রানে অপরাজিত থাকেন। বৃষ্টি আইনে ১০৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো তামিম ইকবালের দল। - এসএনপি স্পোর্টস