সিরিজ সমতায় ফেরতে সফরকারী শ্রীলঙ্কার লক্ষ্য ২৪৭ রান। দ্বিতীয় এক দিনের ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ অলআউট হওয়ার আগে ২৪৬ রান তুলেছে ৪৮.১ ওভারে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে হলে প্রতিপক্ষকে আটকাতে হবে সফরকারী বোলারদের।
সকালে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের শুরুটা মোটেও ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান তামিম ইকবাল। প্রথম ওভারে তিনি ১৩ রান আদায় করেন। দ্বিতীয় ওভােরের প্রথম বলে তামিম, চতুর্থ বলে শূন্য রানে সাকিব সাজঘরে ফিরে গেলে বাংলাদেশের ব্যাটিং স্লো হয়ে যায়।
টাইগাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। লিটন, মোসাদ্দকে, মিরাজও ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছে। উইকেটে টিকে থেকে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাঁর সেঞ্চুরিতে বাংলাদেশ ২৪৬ রানের পুঁজি পেয়েছে। - এসএনপি স্পোর্টস