প্রথম ম্যাচে মাত্রাতিরিক্ত গরম নাভিশ্বাস তুলে দিয়েছিল স্বাগতিকদের। মুশফিকুর রহিম তো জানিয়েই দিলেন, এই আবহাওয়া ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নয়। ডি হাইড্রেশন আর হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রায় দুই-তিন ওভার পর পরই স্যালাইন জাতীয় খাবার খেতে দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের। তবে আজকের ম্যাচে সুখবর আছে দুই দলের জন্যই।
আবহাওয়ার খবর বলছে প্রথম ম্যাচের তুলনায় অনেকখানি কম থাকবে সূর্যের তেজ। ৩৪-২৯ ডিগ্রির মধ্যে উঠানামা করবে মিরপুরের তাপমাত্রা। সু খবরের পাশাপাশি কিন্তু বড় দুঃসংবাদ আছে বাংলাদেশের জন্য। কারণ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চোখ রাঙাচ্ছে। তবে আম্পানের মতো শক্তিশালী নয় ইয়াস।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গা শুরু হয়েছে বৃষ্টিপাত। সেটি অব্যাহত থাকতে পারে আজও। দুপুর একটায় শুরু হওয়া ম্যাচে বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মিরপুরে। সরেজমিনে রিপোর্ট লেখার সময় দেখা গেছে (সকাল ১০ টা) মিরপুরের আকাশ মেঘলা। নেই সূর্যের দেখা।
যেহেতু ৩ টা থেকে ৬ টা পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা। সেহেতু প্রথমে ব্যাট করা দল পড়তে পারে বিপাকে। কার্টেল ওভারে ম্যাচ হলে সুবিধা পেতে পারে পরে ব্যাট করা দল। আবহাওয়াতে হাত নেই কারো। তবে তামিম ইকবালদের হাত আছে নিজেদের পারফরমেন্সে। আজ তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সামনে হাতছানি এক ঢিলে দুই পাখি মারার।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি