দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটনই!

ক্রিকেট দুনিয়া May 25, 2021 867
দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটনই!

‘উইনিং কম্বিনেশন’ বলে একটি চর্চা আছে ক্রিকেটে। জেতার ম্যাচের পরেরটায় একাদশে পরিবর্তন আনা হয় না সাধারণত। কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনার মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতেও পারে।


লিটন দাস নাকি সৌম্য সরকার—উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সম্ভাব্য সঙ্গী নিয়ে প্রশ্নটি তো পরশু প্রথম ওয়ানডের বিরতির সময়ই তুলে দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি একমাত্র টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে লিটনকে ওপেনার হওয়ার উপযোগী বলে মনে করেন না। এ দেশের ক্রিকেট সংস্কৃতি বদলে গিয়ে না থাকলে আজকের ম্যাচে তাই লিটনের খেলার কোনো সম্ভাবনা নেই। তবে কানাঘুষা আছে, নিউজিল্যান্ড থেকে ফেরার পর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে একটি ‘কোর গ্রুপ’ গঠিত হয়েছে।


একাদশ গঠনে এঁরাই সর্বেসর্বা। তাতে আজকের ম্যাচেও ওপেন করার কথা লিটন দাসের, সর্বশেষ সাত ম্যাচে যাঁর ব্যাটিং গড় ১০.৫৮। অথচ তাঁর উদ্বোধনী জুটির সঙ্গী তামিমের সেসব ম্যাচের গড় ৪৩.১৪। চারটা ফিফটি আছে। লিটনের একটিও নেই।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন