লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া May 24, 2021 3,381
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে লঙ্কানদের হারিয়ে দাপটের সাথে সিরিজ শুরু করেছে টাইগাররা। সিরিজ নিশ্চিত করতে কাল নিজেদের শক্তি আরো বাড়িয়ে মাঠে নামবে তামিমের দল। সেক্ষেত্রে ম্যাচ জিতলেও উইনিং কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন।


দ্বিতীয় ওয়ানডেতে টাইগার একাদশে এক পরিবর্তন দেখা যেতে পারে। যেহেতু গতকাল বিসিবি বস সরাসরি জানিয়েই দিয়েছেন ওপেনার লিটন দাসকে আর ওপেনিংয়ে দেখতে চাননা তিনি। সামর্থ্য থাকলেও ওপেনিংয়ে ব্যাট না করে পাঁচে ব্যাটিং করলে লিটন সফল হবে বলে মনে করেন বিসিবি বস৷ সেহেতু দ্বিতীয় ওয়ানডেতে লিটনকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে।


এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় তাহলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে? এই প্রশ্নের জবাও অনেকটাই পাপন দিয়েছেন। তিনি জানিয়েছেন, সৌম্য সরকারের ট্যালেন্ট নিয়ে কোন সন্দেহ নেই। তাই বারবার সুযোগ দিতে চান তাকে৷ এছাড়া স্কোয়াডেও সৌম্য ছাড়া কোন ওপেনার নেই৷ নাইম শেখ আছেন স্ট্যান্ড বাই তালিকায়।


সুতরাং ধরেই নেয়া যায় ওপেনিংয়ে ব্যাটিং করেন সৌম্য সরকার। আর সৌম্যর কপাল খুলাতে কপাল পুড়বে মোহাম্মদ মিঠুনের। প্রথম ওয়ানডে ০ রানে আউট হওয়া এই ব্যাটসম্যানকে হয়ত একাদশ থেকে বাদ পড়তে হবে। এছাড়া একাদশে আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।


দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪