ওদেরকে কি এখনও শিখিয়ে দিতে হবে?: পাপন

ক্রিকেট দুনিয়া May 24, 2021 986
ওদেরকে কি এখনও শিখিয়ে দিতে হবে?: পাপন

রোববার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান তোলার পথে একাধিক ব্যাটসম্যান বাজে শটে উইকেট বিলিয়ে এসেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে তা প্রত্যক্ষ করেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন বিসিবি সভাপতি। কিছু ব্যাটসম্যানের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্নই তুললেন না শুধু, এও জানিয়ে দিলেন যে এভাবে কেউ উইকেট দিয়ে এলে সেখানে কোচকে দায় দেওয়া যায় না। যা ডমিঙ্গোর চাকরি নিয়ে গুমোট পরিস্থিতি কিছুটা হলেও শীতল করল। বিরক্ত নাজমুল সাফ বলে দিলেন, ‘আপনি যত ভালো কোচই আনেন না কেন, কোনো লাভ নেই তো।’


তিনি আরো বলেন, ‘সমস্যা হলো আজ (রোববার) আমাদের ব্যাটিংটা দেখেন। হারা-জেতা বড় কথা নয়। ওরা (শ্রীলঙ্কা) কয়টা ভালো বল করে বা দুর্দান্ত ফিল্ডিং দিয়ে আমাদের আউট করেছে? শট সিলেকশন কি ঠিক ছিল? এখানে কোচের কথা পরে, আগে আমাদের খেলোয়াড়দের নিয়ে বসতে হবে যে ওদের চিন্তাধারাটা কী?’


কিছু আউটে তীব্র অসন্তোষও লুকিয়ে রাখেননি বিসিবি সভাপতি, ‘আমি মনে করি এখানে কয়েকটি আউট খুবই বিশ্রী ছিল। ওই সময়টিতে কোনো কারণই নেই এমন শট খেলার।’ একই সঙ্গে তার প্রশ্ন, ‘ওদের কি শিখিয়ে দিতে হবে যে এই সময়ে (ম্যাচের নির্দিষ্ট মুহূর্তে) এটা খেলতে হবে বা ওটা খেলতে হবে না?


কাজেই সমস্যাটি জানতে আমার খেলোয়াড়দের নিয়ে বসতে হবে।’ বিশেষ করে বিরক্ত ওপেনার লিটন কুমার দাসকে নিয়েও। কথায় মনে হওয়া স্বাভাবিক লিটনকে ওয়ানডেতে আর ওপেনিংয়ে চান না তিনি, ‘ও সব সময় পাঁচ-ছয় নম্বরেরই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, তবে এমনিতে পাঁচ-ছয় নম্বরের।’


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন