শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া May 23, 2021 574
শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ০ রান করেই প্যাভেলিয়নে ফিরেছেন লিটন দাস। দুশমন্থ চামিরার বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন।


এরপর ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের সাথে জুটি গড়েন সাকিব আল হাসান। নিজের পুরনো জায়গায় ফিরে পেয়ে ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারেননি সাকিব। দলীয় ৪৩ রানের মাথায় ৩৪ বলে ১৫ রান করে দানুশকা গুনাথিলাকার বলে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান।


তবে এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানো অধিনায়ক তামিম ইকবাল। ৬৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ৫১ তম হাফ সেঞ্চুরি। তবে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেশি সময় টিকতে পারেননি তামিম ইকবাল‌।


দলীয় ৯৯ রানের মাথায় জোড়া উইকেট তুলে নেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথমে ৫২ রান করা তামিম ইকবালকে এবং এরপরই শূন্য রানে মোহাম্মদ মিঠুনকে প্যাভিলিয়নে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে এর পরেই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।


এই দুইজনের ১০৯ রানের পার্টনারশিপ ভাঙ্গেন লাকশান সান্দাকান। ৮৭ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। এইদিন বাংলাদেশের হয়ে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।


দলীয় ২৩০ রানের মাথায় ৭৬ বলে দুটি চার এবং একটি ছক্কা সাহায্যে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে শেষের দিকে কার্যকরী ইনিংস খেলেছেন আফিফ হোসেন। আফিফ হোসেন ২৭ এবং মোহাম্মদ সাইফুদ্দিন ১৩ রান করে অপরাজিত থাকেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট