প্রথম ওয়ানডে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি

ক্রিকেট দুনিয়া May 23, 2021 2,314
প্রথম ওয়ানডে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি

ঢাকায় অবস্থানরত শ্রীলঙ্কা দলে করোনা হানা দিয়েছে। তিনজন আক্রান্তের মধ্যে দ্বিতীয় পিসিআর টেস্টে একজন পজেটিভ এসেছেন। বাকি দুইজনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। খেলা নিয়ে অনিশ্চিয়তা কেটেছে। যথা সময়েই শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।


রোববার বেলা ১১টার কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিন সকালে খবর আসে, লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্নান্দো কোভিড পজেটিভ হয়েছেন। এরপরই দ্বিতীয় টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়।


জালাল ইউনুস বলেন, ‘দ্বিতীয় টেস্টে শুধু শিরান ফার্নান্দো পজেটিভ হয়েছেন। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে। বাকি দুইজন নেগিটিভ হয়েছেন।’


তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা দুপুর ১টায়। লঙ্কান শিবিরে করোনা হানার খবর এলে ম্যাচটি আয়োজন নিয়ে ছিল শঙ্কা। ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ম্যাচ চলবে।’


সূত্রঃ আরটিভি অনলাইন