পাকিস্তান সুপার লিগের স্থগিত হয়ে যাওয়া অংশ আয়োজনে বেশ হ্যাপার মধ্য দিয়েই যেতে হচ্ছে, গত মার্চের শুরুতে করোনা ভাইরাসের কারণে পিএসএল স্থগিত হওয়ার পর ১ জুন থেকে আবারও তা মাঠে গড়ানোর পরিকল্পনা করা হলেও ৪ দিন পিছিয়ে তা শুরু হবে ৫ জুন থেকে।
এশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই মুলত পরিকল্পনা বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, ১ জুন থেকে পিএসএলের বাঁকি অংশ আয়োজনের চেষ্টা করলেও আরব আমিরাত সরকারের বিধিনিষেধের কারণে তা ভেস্তে যায়।
অবশেষে এমিরেটস ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পেয়ে আবারও পরিকল্পনা করছে পিসিবি, নতুন পরিকল্পনা অনুযায়ী ৫ জুন থেকে শুরু হবে টুর্নামেন্টের বাঁকি অংশ। ২৫ মের মধ্যেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের আরব আমিরাতে পৌঁছাতে হবে, কারণ মাঠে নামার আগে সবাইকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
পাকিস্তানের ক্রিকেটাররা গতকালই কোয়ারেন্টাইনে চলে গেছেন, বিশেষ বিমানে আরব আমিরাতে যাওয়ার আগে তাদের ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, ৬ টি দলের জন্য আলাদা ৬ টি হোটেলের ব্যবস্থা করা হয়েছে, যার তত্ত্বাবধানে থাকবেন প্রফেশনাল একটি প্রতিষ্ঠান।
গত ৪ মার্চ করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয় পিএসএলের খেলা, প্রথম অংশটি পাকিস্তানে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের বাঁকি ২০ ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করতে দলগুলোর আবেদন ও পিসিবির পরিকল্পনায় আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে। - ডেইলি স্পোর্টস বিডি